তাবারক হোসেন আজাদ: রায়পুরে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রেজিষ্ট্রেশনবিহীন ১২টি মোটরসাইকেল আটক করেছেন। মঙ্গলবার বিকালে ওসি’র নির্দেশে প্রায় ঘন্টাব্যাপি শহরের ট্রাফিকমোড়ে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। এদিকে একই মোটরসাইকেলগুলো থানা থেকে ছাড়িয়ে নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তদবির করতে দেখা যায়।
পুলিশ জানান, শহরের বিভিন্নস্থানে রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলে বেপোরোয়া চলাচল, ছিনতাই ও ডাকাতির ঘটনায় ব্যবহার করা হয়।এতে অনেকেই যান মালের ক্ষতির হওয়ায় থানায় একাধিক অভিযোগ আসে। তাই মঙ্গলবার বিকালে ওসির নির্দেশে এসআই জহির ট্রাফিকমোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন মোটরসাইক আটক করে। তার মধ্যে রেজিষ্ট্রেশনবিহীন ১২টি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। থানার সামনে এক ব্যবসায়ী বলেন, আটকৃত মোটরসাইকেলগুলো ছাড়িয়ে নিতে চালকদের সাথে বিভিন্ন দলের নেতাকর্মীকে থানায় তদবির করতে দেখা দেখা গেছে।
রায়পুর থানা ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, আটককৃত রেজিষ্ট্রেশনবিহীন মোটরসাইকেলগুলো মালিকানা কাগজপত্র দেখা হচ্ছে। কাগজপত্র না থাকলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
0Share