রায়পুর: রায়পুর উপজেলার নতুন কানিবগারচর এলাকার মেঘনায় জেলেদের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জেলে আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে জাল ফেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন-হনুজান আলী,মিলন মাজি, নজির, কামাল হোসেন, জমির তফাদার, মোস্তফা রাঢ়ী,আব্বাস, আবদুল্লাহ মাল, সবুজ ও মোবারক উল্যাহসহ ১৫ জন। স্থানীরা আহতদের উদ্ধার করে উপজেলার হায়দেরগঞ্জ, লক্ষীপুর সদর ও বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। দক্ষিণ চরবংশী গ্রামের জেলে ফজল আহম্মেদ ও আনোয়র মিয়া জানান, নদীতে বিকেলে ইলিশ মাছ ধরার জন্য চরকাছিয়া গ্রামের নজির ট্রলার নিয়ে জাল ফেলে আসে। সন্ধ্যায় তিনি জাল তুলতে গিয়ে শুনতে পান ওই স্থানে বরিশালের শশীগঞ্জের মোক্তার মাঝির লোকজনও জাল ফেলেছে। এতে ক্ষুব্ধ হয়ে নজির ১০-১২ জেলেকে নিয়ে নদীতে ট্রলারে অবস্থান নেয়। পরে মোক্তার মাঝির লোকজন জাল তুলতে এলে নজিরের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে ১৫ জেলে আহত হয়। এ ব্যাপারে হাজিমারা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানান, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
0Share