রায়পুর প্রতিনিধি: রায়পুরে অর্ধ কোটি টাকার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ৮-১০ জনের মূখোশ পড়া সশস্ত্র ভাড়াটিয়া সন্ত্রাসীরা এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরসহ ১৫ লাখ মালামাল লুটপাট করেছেন। এসময় বাঁধাদেওয়ায় সন্ত্রাসীরা ১৫ জনকে পিটিয়ে আহত করে। আহতদের মধ্যে ৩ জনকে সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ২ টি অনটেষ্ট মটর সাইকেল ও ৫টি দেশী অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। পরে সন্ধ্যায় ৭টায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর আহম্মদ বাদী হয়ে তার প্রতিপক্ষ ফিরোজ আলম ও সুমনসহ ৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
বাসাবাড়ী বাজারের কয়েকজন প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জানান, প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের প্রায় ৫ শতাংশ জায়গা নিয়ে বাজার ব্যবসায়ী মুনছুর আহাম্মদ ও ফিরোজ আলমের সাথে বিরোধ ও মামলা চলে আসছিল। কয়েকদিন আগে আদালত বিরোধেকৃত ঐজমির উপর ১৪৪ ধারা জারী করে। পরে রায়পুর থানার এ.এস.আই. মামুন মুনছুর আহাম্মদের পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু এরই জের মঙ্গলবার সন্ধ্যায় ক্ষুব্ধ হয়ে ফিরোজ আলম লক্ষ্মীপুর থেকে ৮-১০ জনের মুখোশ পড়া সশস্ত্র সন্ত্রাসী দল নিয়ে বাসাবাড়ী বাজারে মুনছুর আহাম্মদের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ দেড় লক্ষ টাকা সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। এসময় বাধা দেওয়ায় বাজার সমিতির সেক্রেটারী আবু ইউছুপ কাঞ্চন, সোহেল, মিজানসহ ১৫ জন-কে পিটিয়ে মারাক্তক আহত করেন। তাদের মধ্যে ইউছুপ কাঞ্চন ও সোহেল-কে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় সন্ত্রাসীরা ব্যবসায়ীদের ধাওয়া খেয়ে ২টি মটর সাইকেল ও অস্ত্র রেখে পালিয়েছেন।
সন্ধ্যায় ৭টায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর আহাম্মদ বাদী হয়ে ফিরোজ আলম, সুমন ও কামালসহ ৫জনকে আসামী করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
এই ঘটনায় মুনছুর আহাম্মদ ও ফিরোজ আলম পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও.সি একেএম মনজুরুল হক আকন্দ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুনছুর আহাম্মদের মামলাটি তদন্তসহ আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ টি অনটেষ্ট মটর সাইকেল ও ৫টি দেশী অস্ত্র উদ্ধার করেছেন।
0Share