নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
রায়পুর উপজেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি সমর্থিত গাজী মোস্তফা কামাল (প্রতীক: কাপ-পিরিচ), গাজী আব্দুল মোতালেব (প্রতীক: চশমা), আওয়ামী লীগ সমর্থিত খালেদ হোসেন দেওয়ান (প্রতীক: মোটরসাইকেল) ও যুবলীগ নেতা আনোয়ার হোসেন গাজী (প্রতীক: আনারস)।
উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪৬৯ জন।
0Share