রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে তিন সন্তান ও প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণলংকার নিয়ে দু’গৃহবধু (দুইসহদর বোন) একত্রে উধাও হওয়ার ঘটনায় তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পৌর শহরের পোস্ট অফিস সড়কের দক্ষিন কেরোয়া গ্রামের মদার বাড়ীতে। এঘটনায় ক্ষতিগ্রস্থ প্রবাসীর পরিবার বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আদালতে পৃথক সাধারণ ডায়রী করেছেন।
পলাতক দু’গৃহবধুরা হলেন, পোর শহরের দক্ষিন কেরোয়া গ্রামের মদার বাড়ীর প্রবাসী মো. রিপনের স্ত্রী ও পানপাড়া গ্রামের প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী মুন্নী আক্তার। তারা দু’সহদর বোন রামগঞ্জ পৌর সভার সরকারী হাসপাতাল সংলগ্ন বাড়ীর আবুল হাসানাতের মেয়ে।
বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্থ প্রবাসীর পরিবার জানান, পৌর শহরের পোস্ট অফিস এলাকার প্রবাসী রিপনের স্ত্রী নয়ন তার দুই সন্তান রেখে নগদ ২০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণসহ তিন লাখ টাকার মালামাল নিয়ে কেরোয়া ইউনিয়নের মোল্লার হাট এলাকার আব্দুর রহিমের ছেলে মো. সোহেলের সাথে উধাও হয়েছে যায়। এদিকে একই রাতে ছোট বোন ও পানপাড়া এলাকার প্রবাসী আব্দুল কাদেরের স্ত্রী মুন্নী আক্তার এক সন্তান রেখে নগদ ৩৫ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে কেরোয়া ইউনিয়নের মোল্লার হাট গ্রামের ফিরোজ আরমের ছেলে মো. পারভেজের সাথে উধাও হয়ে যায়। এদিকে পারভেজ ও সোহেল একেঅপরের ঘনিষ্ট বন্ধ বলে জানা যায়। এঘটনায় ক্ষতিগ্রস্থ প্রবাসীর পরিবার পৃথক আদালতে সাধারণ ডায়রী করেছেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে সোহেল জানান, নয়ন তার প্রবাসী স্বামীকে আদালতের মাধ্যমে তালাক দেওয়ায় তিনি বিয়ে করেছেন। পারভেজ জানান, তিনি মুন্নীর সাথে সম্পর্ক করে ভূল করেছেন।
রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আকন্দ বলেন, একত্রে দুই বোন (গৃহবধু) প্রমিকের সাথে উধাও হওয়ায় ঘটনায় কেউ থানায় অভিযোগ করে নি।
0Share