রায়পুর: শিশুদের জামা কেনা নিয়ে বাদানুবাদে দোকান মালিক ও কর্মচারীদের হামলায় গর্ভবতী নারীসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দোকান মালিক মিজানুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে রায়পুর শহরের মিয়াজী মার্কেটে এ ঘটনা ঘটেছে ।
গুরুতর আহত চরভাঙ্গা গ্রামের আল মামুন (৩৩), কামরুল ইসলাম (১৮), মিতু (২৪), বিথি আক্তার (১৯) ও গর্ভবতী সাথী আক্তারকে (২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে মিয়াজী মার্কেটের একটি জামার দোকানে আহতরা জামা-কাপড় কিনতে যায়। ওই সময় মূল্য নিয়ে উভয়পক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে দোকান মালিক মিজানুর রহমান ও তার কর্মচারী সবুজ উত্তেজিত হয়ে চেয়ার ও লাঠি দিয়ে ক্রেতাদের বেদম মারধর শুরু করে। এ সময় তাদের তাদের বাঁচাতে কয়েকজন পথচারি এগিয়ে অাসলে তাদের ওপরও হামলা করা হয়।
স্থানীয়রা আহতদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মিজানকে গ্রেপ্তার করলেও কর্মচারী সবুজ পালিয়ে যায়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল হক আকন্দ জানান, ক্রেতাদের ওপর হামলার ঘটনা অমানবিক। শনিবার বৈঠকে বিষয়টির নিষ্পত্তির মুচলেকায় উভয় পক্ষের সম্মতিতে আটককৃত ব্যবসায়ী মিজানুর রহমানকে ব্যবসায়ী প্রতিনিধিদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
0Share