রায়পুর প্রতিনিধি: রায়পুরে রুনি আক্তার রুনু নামের এক গৃহবধূ ৫ বছরের কন্যাকে ফেলে উধাও হয়ে গেছে। সোমবার রাতে রায়পুর উপজেলার চর আবাবিল ইউনিয়নের গাইয়ার চর গ্রামের মাঝি বাড়িতে। এ ঘটনায় মঙ্গলবার বিকালে গৃহবধূর স্বামীর ভাতিজা ফিরোজ আলম রায়পুর থানায় জিডি করেছেন।
জানা যায়, প্রায় ৮ বছর আগে রাখালিয়া গ্রামের মহিব উল্যার কন্যা রুনিয়া আক্তার রুনুকে বিয়ে করেন গাইয়ার চর গ্রামের সৌদী প্রবাসী সালেহ আহম্মদ। বিদেশ যাওয়ার সময় স্ত্রীর নামে ইসলামী ব্যাংক একাউন্ট খুলে যান। সেখানে পাঠাতে শুরু করেন প্রবাস অর্জিত টাকা।
প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে দীর্ঘদিন ধরে পরকীয়া চলে আসছিল ননাস (ননদের স্বামী) সৌদী ফেরত হোসেন আহাম্মদ হাওলাদারের সঙ্গে। অবশেষে স্বামীর গচ্ছিত নগদ ৬লক্ষ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ ১৫ লক্ষ টাকার মালামাল নিয়ে উদাও হয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে ওই গৃহবধূর বিরুদ্ধে।
প্রবাসী সালেহ আহম্মদের ভাতিজা ফিরোজ আলম বলেন, এখন একদিকে আমার চাচা, আর অন্যদিকে ফুফু। চাচী পরকীয়া করে ফুফার সঙ্গে উধাও হওয়ায় দু’টি সংসারেই অশান্তি দেখা দিয়েছে। তাদের শিশু সন্তানরা এখন অসহায় অবস্থায় রয়েছে।
রায়পুর থানার এএসআই সুভাষ রায় বলেন, জিডির তদন্ত চলছে। গৃহবধূর সন্ধানে প্রচেষ্টা চলছে।
0Share