রায়পুর প্রতিনিধি: রায়পুরে আমেনা খাতুন (৪২) নামে এক বৃদ্ধার অগ্নীদগ্ধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে নিহতর লাশ উদ্ধার করে পুলিশ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। নিহত বৃদ্ধা ২নং উত্তর চরবংশী এলাকার দিনমজুর নুরুজ্জামান হাওলাদারের স্ত্রী। শুক্রবার বিকেল ৪টায় নিহতের ছোটভাই শাহ আলম বাদী হয়ে বাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
নিহতের স্বামী নূরুজ্জামান জানান দীর্ঘদিন ধরে আমেনা বেগম বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহষ্পতিবার রাত ১০ টায় তার চরম মাথা ব্যাথা উঠে পরে ভাল হয়ে রাত ১টায় টর্চ লাইট হাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হয়। তিনি প্রায় ১ঘন্টা পর বাড়ীর পার্শ্ববর্তী ইলিশাকান্দি স্থানে অগ্নীদগ্ধ হয়ে চিৎকার দিতে থাকে।
পরে স্থানীয় লোকজন ঘটনাস্থালে পৌছে আহত অবস্থায় আমেনাকে উদ্ধার করে হাসপাতাল না নিয়ে ঘরে নিয়ে আসলে কয়েক মিনিট পর সে মারা যায়। তাদের ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। তবে নিহত আমেনা স্বজন ও এলাকাবাসী মৃত্যুটি রহস্যজনক বলে জানান।
হাজীমারা ফাড়ী থানা এসআই আবদুল খালেক বলেন, নিহত আমেনা বেগমকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। তার ভাই থানায় অপমৃত্যু মামলা করেছেন।
0Share