রায়পুর প্রতিনিধি: রায়পুরে বখাটের পক্ষের কথা না বলায় এক সমিল ও ফার্ণিচার দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে বলে অভিযোগ উঠেছে মাহাবুব হোসেন নামের এক নেভি সৈনিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ঐ ক্ষতিগ্রস্থ্ ব্যবসায়ী নেভীসৈনিকসহ ১০ জনকে আসামী করে অর্ধলক্ষাধীক টাকার ক্ষতিপূরনের দাবীতে বৃহস্পতিবার বিকেলে থানায় অভিযোগ দিয়েছেন।
ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ী শরীফ হোসেন জানান, বুধবার বিকেলে ৫০ টাকা পাওনা নিয়ে চর বিগম্স ফিল্ড গ্রামে শাহাজানের ছেলে ফোরকানের সাথে একই এলাকর দিনমজুর টিটুর ঝগড়া হয়। এ সময় ফোরকানের পক্ষে কথা না বলায় তার মামা ছুটিতে আসা নৌ-সৈনিক মাহাবুবসহ তার অনুসারী ৮-১০ জন সমিল ও ফার্নিচার দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এঘটনায় প্রতিকার চেয়ে শরীফ ফাড়ী থানায় মাহাবুব ও ফোরকান সহ ১০ জনকে আসামী করে অভিযোগ করেন।
এ ঘটনায় অভিযোক্ত নৌ-সৈনিক মাহাবুব ও তার ভাগীনা ফোরকান তাদেরকে নির্দোষ দাবী করেছেন।
0Share