রায়পুর প্রতিনিধি: রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় হামলা ও আগুনের ঘটনায় ২য় দফায় ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত শুরু করেছেন। রোববার দুপুরে পল্লী বিদ্যুৎ বোর্ডের যুগ্ম সচিব (প্রশাসন) মাহবুবল আলমের নেতৃত্বে সদস্যরা রায়পুরে পল্লী বিদ্যুৎ কার্যালয় পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেন।
এ সময় উপস্থিতি ছিলেন কমিটির সদস্য কাউসার আহম্মেদ প্রধান প্রকৌশলী (পল্লী বিদ্যুৎ এন্ড বোর্ড), নরুল করিম প্রধান প্রকৌশলী (প্রকল্প) বিতরণ, মোহাম্মদ এমদাদুল ইসলাম (পিবিসিবি-১) ও মোহাম্মদ আমজাদ হোসেন পরিচালক (কর্মাশিয়াল) পাওয়ারসেল। পরে তারা রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয় পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আলমের সাথে কথা বলেন। তবে তদন্ত কি পাওয়া গেছে তা জানা যায় নি। এর আগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক শাহনেওয়াজ খানের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্ত করা হয়েছে।
উল্লেখ্য- গত ৯ অক্টোবর রাতে বিদ্যুতের দাবিতে বিক্ষুব্ধ লোকজন রায়পুরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালান।
0Share