রায়পুর প্রতিনিধি: রায়পুর উপজেলার দক্ষিন চরবংশী ইউনিয়ন (ইউপি) কার্যালয়ের চুরি হয়েছে। বুধবার রাতে কার্যালয়ের ৩টি তালা ভেঙে গুরুত্বপূর্ন ২৫-৩০টি সরকারি কাজের ফাইল নিয়ে যায়। এ ঘটনায চেয়ারম্যান বাদী হয়ে রায়পুর থানায় একটি মামলা করেন।
জানা গেছে, গেইটের তালা ভেঙে চোরের দল কার্যালয়ে ডুকে। পরে চেয়ারম্যান ও সচিবের কক্ষের তালা ভেঙে কাগজ-পত্র তছনছ করে। তারা গুরুত্বপূর্ন ২৫-৩০টি ফাইল চুরি করে নিয়ে যায়।
চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, চুরিটি রহস্যজনক। চোরের দল কার্যালয়ে মালামাল নেয়নি। সরকারি কাজের গুরুত্বপূর্ন ফাইল নিয়ে গেছে। আমাকে বেকায়দায় ফেলতে কেউ উদ্দেশ্যমূলক ভাবে এ চুরি করে।
রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) সোলেমান চৌধুরী বলেন, চুরির ঘটনায় মামলা হয়েছে। ফাইল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
0Share