রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে অপহরনের এক মাস ছয় দিন পর শনিবার রাতে মনিকা আক্তার (১৫) নামে এসএসসি পরিক্ষার্থীকে চট্রগ্রাম থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। এই সময় অপহরনকারী
নোয়াখালির সুর্বণচর উপজেলার জাহাজমারা গ্রামের ঢাকার সোয়েটার ফ্যাক্টরির কর্মচারী মোঃ ফারুকের বোন শাহানাজ কে আটক করা হয়। এই ঘটনায় রোববার (২৩ নভেম্বর) বিকেলে ওই ছাত্রীর মা মাফিয়া বেগম বাদী হয়ে অপহরনকারী ফারুক সহ ৪ জনকে আসামী করে অপহরন ও নারী শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ জানান, গত ১৭ অক্টোবর রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়নের কাজীরচর গ্রামের প্রবাসী মনছুর আহম্মদের মেয়ে ও মিতালি বাজার মডেল একাডেমির এসএসসি পরিক্ষার্থী মনিকা আক্তার বিদ্যালয় থেকে বাড়ী ফিরছিল। এই সময় বোনের শশুর বাড়ীতে বেড়াতে আসার সুযোগে ফারুক সহ ৪/৫ জন যুবক মনিকাকে মুখ বেঁধে জোর পূর্বক গাড়ীতে তুলে নিয়ে সিলেটে চলে যায়। ওই দিনই রাতে মনিকার মা মাফিয়া বেগম বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন। এক মাস ছয় দিন পর রোববার সকালে পুলিশ অভিযান চালিয়ে চট্রগ্রামের হালীশহর থানার সাদিয়া এলাকা থেকে মনিকাকে উদ্ধার ও ফারুককে আটক করে রায়পুর থানায় নিয়ে আসে।
রায়পুর থানার ওসি (তদন্ত) সোলায়মান চৌধুরী বলেন, উদ্ধার হওয়া অপহৃত মনিকা ও আটক ফারুককে জিজ্ঞাসাবাদ করে সোমবার সকালে আদালতে পাঠানো হবে। এই ঘটনায় মনিকার মা মামলা করেছেন।
0Share