রায়পুর প্রতিনিধিঃ গত এক মাস ধরে রাতের আঁধারে কিটনাশক ও বিষ দিয়ে হাজার হাজার বিভিন্ন প্রজাতির মাছ মারা চলছে। রায়পুর উপজেলার ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের চর কাছিয়া
মৌজার মেঘনা নদীর পানিরঘাট হয়ে সাবেরচর সংযোগ নদীতে এ মাছ মারা চলছে। এতে জেলে ও ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রশাসনের নিকট অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন কয়েকজন জেলে ও ব্যবসায়ী।
সরেজমিনে ওই এলাকাতে গেলে কয়েকজন জেলে জানান, দূর্বৃত্তরা কীটনাশক দোকান থেকে ফসলী জমিতে দেওয়ার নামে কিটনাশক কিনে নদীতে ও বিভিন্ন পুকুরের মাছ মেরে শত্রুতা উদ্ধার করছে।
মনির হোসেন মোল্লা বলেন, গত এক মাস ধরে রাতের আঁধারে দূর্বৃত্তরা মেঘনা নদীর পানিরঘাট হয়ে সাবেরচর সংযোগ নদীতে কিটনাশক দিয়ে বিভিন্ন মাছ মেরে পরদিন সকালে ওই মাছ গুলো ধরে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রী করছে এক শ্রেনীর লোক ।
রায়পুর মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ বলেন, রাতের আঁধারে নদীতে ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে যানান।
0Share