রায়পুর প্রতিনিধি : রায়পুরের হায়দরগঞ্জে আ.লীগের দু’গ্রুপে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আ.লীগ ও যুবলীগের ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে চর আবাবিল ও হায়দরগঞ্জ বাজার
এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে রায়পুর থানা থেকে তাদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার এড়াতে সংঘর্ষে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। ব্যবসায়ীদের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করতে দেখা গেছে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চর আবাবিল গ্রামের মহিউদ্দিন গাজী (৪০), মহসিন (২৮), জসিম (২৫), আ. আলী বেপারী (৪২), আরিফুর রহমান (৩২), মো. সিরাজ (৩২) ও ইব্রাহীম (২০)।
এদিকে একই রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ও সাজাপ্রাপ্ত উত্তর উদমারা গ্রামের জসিম (৩০), কাঞ্চনপুর গ্রামের সুমন ঢালী (৩৫), পূর্ব চরপাতা গ্রামের জহির হোসেন (৩৩), সাইচা গ্রামের আনোয়ার (৫০), চরলক্ষ্মী গ্রামের মনির হোসেন (২৮) ও আ. গনিকে (৩০) গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ছাত্রলীগ নেতাদের হাতে ৩ ছাত্রের মোবাইল ছিনতাইকে কেন্দ্র করে সোমবার রাতে হায়দরগঞ্জ বাজারে আ.লীগের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষ, হামলা, ভাংচুর ও পুলিশসহ ১০ জন আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে। ওই ঘটনায় হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিন উদ্দিন বাদী হয়ে সরকারী কাজে বাঁধাদানের অভিযোগে ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দেড়শ’ জনকে আসামী করে মঙ্গলবার দুপুরে রায়পুর থানায় একটি মামলা করেন। রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়।
রায়পুর থানার ওসি মনজুরুল ইসলাম আকন্দ বলেন, হায়দরগঞ্জের ঘটনায় ৭জনকে গ্রেফতার করা হয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
0Share