রায়পুর প্রতিনিধি: রায়পুরে ৪২ বোতল ফেনসিডেলসহ আমেনা বেগম নামের এক নারী মাদক ব্যবসয়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। উপজেলার বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেন
রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক সোহেল। আমেনা বেগম একই এলাকার ইয়াবা ব্যবসায়ী ফরুকের স্ত্রী। এ সময় তার কাছ থেকে ইয়াবার বেশ কিছু সরমজামও উদ্ধার করা হয়েছে। আমেনার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
রায়পুর থানার এএসআই সোহেল জানান, ফারুক ও তার স্ত্রী আমেনা বেগম দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্নস্থানে ইয়াবা ও ফেসনিডেল ব্যবসা করে আসছে। গত এক সাপ্তাহ ধরে বিভিন্ন কৌশল অবলম্ব করে বিক্রিসময় শুক্রবার রাত ৪২ বোতল ফেনসিডেলসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার স্বামী ফারুকের বিরুদ্ধে থানায় মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কোন আপষ নেই।



0Share