তাবারক হোসেন আজাদ: রায়পুরে ঐতিহাসিক হায়দরগঞ্জ ঈদগাহ ময়দানে মঙ্গলবার থেকে ৫ দিনব্যাপী ৫০তম আজীমুশশ্বান ইছালে ছাওয়াব ও ইদে মিলাদুন্নবি (স:) এর মাহফিল শুরু হয়েছে।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন ছাইয়্যেদ মোহাম্মদ ইজ্জুদ্দিন তাহের জাবেরী আল-মাদানী। মোনাজাত পরিচালনা করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব ছাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। এছাড়াও বিভিন্ন টেলিভিশনের সংগীত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
শনিবার রাতে হায়দরগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবদুল আজিজ মজুমদার সহ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। পরে রবিবার (২৮ ডিসেম্বর) বাদ ফজর আখেরী মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হবে বলে মাহফিল ইন্তেজামিয়া কমিটির সদস্য ছাইয়্যেদ তাহের ইজ্জুদ্দিন জাবিরী জানান। এছাড়াও মাহফিলে ওয়াজ করিবেন ঢাকা, চট্টগ্রামসহ টেলিভিশন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, পীর মাসায়েখ, বুজুর্গানে দ্বীন ও বিশিষ্ট ওলামায়ে কেরামগন। মাহফিলের প্রথম ও দ্বিতীয় দিনে আন্তর্জাতিক কেরাত ও হাম্দ-নাত সম্মেলন অনুষ্ঠিত হবে।
0Share