রায়পুর প্রতিনিধি: রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনব্যাপী পিঠা উৎসব করেছে। রায়পুর শহরের মীরগঞ্জ সড়কের প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এ আয়োজন
করা হয়।এতে বিশটি ষ্টলে দেশীয় তিন শতাধিক নানা রকমের সুস্বাদু পিঠা স্থান পায়। সকাল ১০টায় পিঠা উৎসব শুরু হওয়ার পর থেকে বিভিন্ন স্থান থেকে নানা বয়সি নারী-পুরুষদের আসতে দেখা গেছে।
রায়পুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নিজাম উদ্দিন বলেন, আধুনিকার ছোঁয়ায় বর্তমানে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্য পিঠা উৎসব হারিয়ে যাচ্ছে। ছ্ত্রা-ছাত্রীদেরকে পড়ালেখার পাশাপাশি আমাদের দেশীয় সংস্কৃতিকে ধারন করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।
0Share