রায়পুর প্রতিনিধিঃ অনলাইন নিউজ পোর্টাল ঢাকা টাইমস এবং দৈনিক লক্ষ্মীপুর আলোর রায়পুর প্রতিনিধি ইসলাম উদ্দিন বাপ্পি (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক জন । শুক্রবার দুপুর ১টায়
রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহা সড়কের বাসাবাড়ি এলাকায় মালবাহী ট্রাক-পাহাড়ট্রলি ও মোটর সাইকেল সংঘর্ষে তিনি গুরুত্বর জখম হন । মুমুর্ষ অবস্থায় বাপ্পিকে মাতৃছায়া হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হওয়ায় ঢাকা শাহবাগ মর্ডান হাসপাতালে প্রেরণ করা হলে সেখানের দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত শিক্ষক বাবলু (২৬) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত বাপ্পী রায়পুরের সোনাপুর গ্রামের শিক্ষক মোঃ শাহে আলমের ছেলে এবং রায়পুরের টিউলিপ স্কুল এন্ড কলেজের শিক্ষক। বাপ্পির নিহতের খবরে রায়পুরের সাংবাদিক, শিক্ষক, ছাত্র, অভিভাবকদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রায়পুর প্রেসক্লাবের সাংবাদিকরা কান্নায় ভেঙ্গে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টায় সাংবাদিক ও শিক্ষক ইসলাম উদ্দিন বাপ্পি অপর শিক্ষক বাবলুকে নিয়ে মটর সাইকেল যোগে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। বাসাবাড়ি বাজারের মসজিদের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রলির সাথে তার মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। বাপ্পির মাথা ও বুকে মারাত্বক আঘাত পান।
পুলিশ ঘটনাস্থল থেকে মালবাহী ট্রাক ও ট্রলি আটক করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে যায়।
রায়পুর থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানান, দুর্ঘটনার খবর পেয়েই মালবাহী ট্রাক ও ট্রলি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালকদের গ্রেফতারে চেষ্টা চলছে। এসব ট্রলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সবাইকে আরো কঠোর হতে হবে।
0Share