তাবারক হোসেন আজাদ, রায়পুর: রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম ৪র্থ পর্যায় শীর্ষক প্রকল্পের অধীনে নেতৃস্থানীয়দের নিয়ে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন মাষ্টার, জেলা তথ্য অফিসার আবদুল্ল আল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম।
বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান মাজেদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরিদ উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভৃঁইয়া, উপজেলা কাজী সমিতির সভাপতি মুতাছিম বিল্লাহ, ইউপি চেয়ারম্যান খালেদ হোসেন দেওয়ান, ইউসুফ মিয়া, সাংবাদিক এবি এম রিপন, শিক্ষক আবুল কালাম, মোহাম্মদ আলী পাটোয়ারী, মঞ্জুরুল কাদের, মুনছুর আহমেদ প্রমুখ। কর্মশালায় বিভিন্ন স্থানীয় পর্যায়ের ২৫ জন উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বাল্য বিবাহ, মাতৃ শিশুহার মৃত্যুহার রোধ, সন্ত্রাসী ও জঙ্গীবাদ, যৌতুক রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
0Share