রায়পুর প্রতিনিধি: রায়পুরে ‘বাল্য বিবাহ নিরোধে নিকাহ রেজিস্টারদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিকাহ রেজিস্টার
সমিতির উদ্যোগে মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এ মতবিনিময় সভা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, কাজী, ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার
শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। আলোচনায় রায়পুরে বাল্য বিবাহের শিকার হয়ে কয়েক কিশোরীর মৃত্যুবরণ, বাল্য বিবাহের প্রতিবাদে আত্মহত্যাসহ স্থানীয়ভাবে ঘটে যাওয়া কয়েকটি মর্মস্পর্শি ঘটনা তুলে ধরা হয়। এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধ ও সমস্যা উত্তরণে করণীয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার মো. আলতাফ হোসেন হাওলাদার বিএসসি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. আ. আজিজ মজুমদার, ওসি সোলায়মান চৌধূরী, মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর কাদের, নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মোহতাসেম বিল্লাহ, সাধারণ সম্পাদক মাও. হুমায়ুন কবির, রায়পুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাহবুবুল আলম মিন্টু প্রমুখ।
0Share