রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে শনিবার ভোরে অপহৃত ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪৫)কে ৭দিন পর দুই লাখ টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। দেলোয়ার পৌরসভার পূর্বলাছ গ্রামের আলী আহম্মদ পাটোয়ারী
বাড়ীর মৃত ছনু বেপারীর ছেলে। অভিভাবক ও স্বামীকে ফিরে পেয়ে স্ত্রী ও সন্তানরা আনন্দে আত্মহারা হযে পরেছেন। কিন্তু থানায় অপহরণ মামলা হলেও পুলিশ অপহরণকারিদের গ্রেফতার করেতে পারছে না বলে অভিযোগ উঠেছে।
অপহৃত ব্যবসায়ীর ভায়রা কামাল হোসেন জানান, গত ১মার্চ ভোরে আসামী রফিকুল ইসলাম অটোরিক্সা ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে কৌশলে তার বাড়ী থেকে ঢাকায় নিয়ে যায়। পরে প্রথমে ঢাকা ও পরে যশোরের বর্ডার থেকে আসামী রফিকুল ইসলাম বিভিন্ন মোবাইল নাম্বার দিয়ে ব্যবসায়ীর স্ত্রী ও ভায়রার কাছে পাাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং ব্যবসায়ীকে হত্যার হুমকী দেয়া হয়।
এ ঘটনায় দুদিন পর ব্যবসায়ীর স্ত্রী রাবেয়া বেগম বাদি হয়ে সোনাপুর ইউনিয়ণের বাসাবাড়ী এলাকার রফিকুল ইসলাম, তার স্ত্রী স্বপ্না বেগম, ওলি চৌকিদারের ছেলে মোঃ ফারুক ও লেংড়া বাবুলের স্ত্রী ফাতেমা বেগমকে আসামী করে অপহরণ মামলা করেন।
অপহরণের ৭ দিনেও পুলিশ অপহৃত দেলোয়ারকে উদ্ধার করতে না পারায় পরিবার শুক্রবার বিকেলে বিক্যাশ’র মাধ্যমে অপহরণকারীদের মোবাইল নম্বরে দুই লাখ টাকা পাঠায়। পরে অপহৃত দেলোয়ারকে ছেড়ে দিলে তিনি রাতে যশোর বর্ডার থেকে রওনা দিয়ে শনিবার ভোরে রায়পুর তার নিজ বাড়ীতে পৌছে।
অপহৃত ব্যবসায় দেলোয়ার জানান, তাকে রায়পুর থেকে কৌশলে আত্মীয় রফিকুল ইসলাম চোখ ও হাত বেধে ঢাকায় একটি অজ্ঞাত বাসায় নিয়ে যায়। সেখানে একদিন রাখার পর মাইক্রোতে করে যশোর বর্ডার এলাকার একটি বাড়ীতে নিয়ে বেদম মারধর করে। পরে দুইলাখ টাকা তাদের বিক্যাশ নাম্বারে পরিবারের লোকজন পাঠালে তাকে ছেড়ে দিলে তিনি বাড়ীতে এসে পৌছেন।
এ মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই সিরাজ মিয়া জানান, অপহৃত ব্যবসায়ী উদ্ধার হয়েছে। অপহরণকারিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
0Share