রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে রোববার (৮ মার্চ) ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ এই ¯োগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান
শেষে চট্রগ্রাম বিভাগের শ্রেষ্ঠ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান হাজী মাজেদা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা শিউলী আক্তার, সমবায় কর্মকর্তা তপন কুমার চক্রবর্তী, মৎস্য অফিসার (অঃদাঃ) বেলায়েত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ছালেহ আহাম্মদ, বিআরডিবি কর্মকর্তা আবুল ফজল মিরন প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পদক পাওয়া উপজেলার ২নং উত্তর চর বংশী ইউনিয়নের মেয়ে আয়েশা বেগমকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
রামগঞ্জ প্রতিনিধি: রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্ত:জাতিক নারী দিবসে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলী,ইউসিসি চেয়ারম্যান শাহজান বাবুল মোল্যাহ, কান্তা নারী উন্নয়ন সংস্থার পরিচালক আবুল কাশেম সহ প্রমূখ । বক্তরা নারীর অধিকার,নারী নির্যাতন প্রতিরোধ, বাল্য বিবাহ, সমাজ উন্নয়নে নারীদের করনিয় সমুদ্ধে ব্যাপক আলোচনা করেন। আলোচনা সভার আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউ,এন,ও কাজী মাহাবুবুল আলম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকম রুহুল আমিনের নেতৃত্বে বিশাল র্যালী উপজেলা হাসপাতাল রোর্ড হয়ে আঙ্গার পাড়ার প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
0Share