রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে সোমবার (৯ মার্চ) রাত সাড়ে সাতটার দিকে মিরগঞ্জ বালিকা বিদ্যালয়য়ের অফিস কক্ষে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুবৃত্তরা। এতে প্রধান শিক্ষকের অফিস কক্ষের
আসবাবপত্রসহ মুল্যবান কাগজপত্র পুড়ে যায়। টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে আতংক দেখা দিয়েছে।
জানাযায়, উপজেলার কেরোয়া ইউনিয়নের রামগঞ্জ উপজেলার সিমান্তবী মিরগঞ্জ বাজারের মিরগঞ্জ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে স্থানীরা আগুন জ্বলতে দেখে এগিয়ে আসে। প্রধান শিক্ষকের অফিসের পেছনের জানালা ভেঙ্গে দুবৃত্তরা ভিতরে প্রবেশ করে আগুন দিয়ে চলে যায়। মুহুর্তেই আগুনে অফিসের মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র পুড়ে যায়। এলাকাবাসী এসময় এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হন। এঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ এলাকাবাসীর মাঝে চরম আতংক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুত্তাওহিদ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে দেখি দূবৃত্তদের দেয়া আগুনে সব পুড়ে ছাই হয়ে যায়। পরে এলকাবাসীদের নিয়ে আগুন নিভিয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
রায়পুর থানার ওসি মনজুরুল হক আকন্দ বলেন, বিদ্যালয়ে আগুন দেয়ার ঘটনা প্রধান শিক্ষক জানিয়েছেন। এটি নাশকতা না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।
0Share