রায়পুর প্রতিনিধিঃ দেশ ব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, সহিংসতা, জালাও পোড়াও ও পেট্রোল দিয়ে মানুষ মারার বিরুদ্ধে রায়পুরে ৫১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দশ হাজার শিক্ষক-শিক্ষার্থী মানব-বন্ধন করেছেন।
“আমরা নিরাপদে স্কুলে যেতে চাই। জঙ্গীবাদ ও নাশকতা রোধে সবাই এক হও, ইত্যাদি শ্লোগান সম্বলিত নানা প্লে-কার্ড ও ফেষ্টুন-ব্যানার নিয়ে প্রতিবাদি শিক্ষক- শিক্ষার্থীদের সাথে এসময় একাত্মতা ঘোষনা করে বিপুল সংখ্যক সাধারণ মানুষও অংশ নেন। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান সড়কে এ কর্মসূচী পালন করা হয়।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকগন জানান, দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানও সরকারি স্থাপনাসহ বিভিন্ন জায়গায় জঙ্গীবাদ ও নাশকতা চলাচ্ছে জঙ্গীরা। এর প্রতিবাদে প্রশাসনের নির্দেশে জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয়, মাচ্চেন্টস একাডেমী, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এলএম পাইলট উচ্চ বিদ্যালয়, মিতালী বাজার মডেল একাডেমী, রাখালিয়া উচ্চ বিদ্যালয়, চরবংশী জয়নালিয়া উচ্চ বিদ্যালয়, আলীয়া কামিল মাদ্রাসা ও হায়দরগঞ্জ তাহেরিয়া ফাজিল মাদ্রাসাসহ ৫১টি প্রতিষ্ঠান তাদের সামনের সড়কে ঘন্টা ব্যাপি প্রায় ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থীরা এ মানব বন্ধন করেছেন।
রায়পুর হায়দরগঞ্জ সড়কে জনকল্যান বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে মানব-বন্ধনে অংশ গ্রহন করে সংক্ষিপ্ত বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাহাদাৎ হোসাইন, উপজেলা চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন হাওলাদার, ইউএনও শারমিন আলম, এসিল্যান্ড শরীফুল ইসলাম, মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক হাবিব আহমেদ পাটোয়ারী, সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার রায়, হারুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান, মোঃ শাহ আলম, নুরুল আমিন, আলতাফ হোসাইন, শামছুন্নাহার, ফারহানা বেগম, মাচ্চেন্টস প্রমুখ।
অভিভাবক ও বিশিষ্ট আইনজীবী মিজানুর রহমান মুন্সি বলেন, আমরা শিক্ষা প্রতিষ্ঠঅন ও শিশুদের ওপর নৃশংস হালার প্রতিবাদ জানাই। পেট্রোল বোমায় আহত ও নিহত লোকদের দিকে তাকালেই বোঝা যায় বেগম জিয়ার শত্রুতা বাংলাদেশ ও বাঙ্গালী, মিত্র জহিঙ্গবাদ ও পাকিস্থান।
0Share