রায়পুর প্রতিনিধি: রায়পুরে ইয়াকুব হোসেন বাবলু (২৮) নামেন এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করেন দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় পৌর শহরের ৯নং ওয়ার্ডের মধ্য কেরোয়া গ্রামের দেওয়াজি
বাড়ীর সামনে এঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধারে এগিয়ে আসলে ফরিদা বেগম ও নাহার নামের আরও দু’জনকে পিটিয়ে আহত করা হয়। পরে আহত বাবলুকে স্থানীয় লোকজন উদ্ধার করে রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করে। সে একই এলাকার দেলোয়ার হোসের ছেলে ও একই ওয়ার্ডের ছাত্রলীগের কর্মী বলে জানা যায়।
আহতের বড় ভাই ইয়াছিন হোসেন বাবর বলেন, সন্ধ্যার আগে বাড়ীর সামনের চায়ের দোকান বসে বাবলু চা খাচ্ছে। এসময় একই বাড়ীর মানিক দেওয়ানের ছেলে বুবায়ের হোসেন শুভ, আরাফাত হোসেন শান্ত ও শাওয়ন মিলে বাবলুকে ধারালো অস্ত্রদিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তার ছিৎকারে বাড়ী থেকে আমার মা ফরিদা বেগম ও ছোট বোন নাহার এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন বাবলুকে উদ্ধার করেন রায়পুর সরকারী হাসপাতালে ভর্তি করেন। অন্যদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এঘটনায় যোগাযোগ করা হলেও অভিযুক্ত কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
হাপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার বলেন, বাবলুর ডান হাতে বড় কয়েকটি জখম রয়েছে। ওই হাতের তিন স্থানে ১৫-১৭ টি সেলাই দিতে হয়েছে।
রায়পুর থানা উপ-পরির্দশক আব্দুল বারেক বলেন, খবর পেয়ে ঘটন্থাল ও হাসপাতালে গিয়ে খোজ খবর নেওয়া হয়েছে। এঘটনায় মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0Share