রায়পুরপ্রতিনিধি: শুধু পরিক্ষায় ভাল ফলাফলাই নয় সাংস্কৃতিক কর্মকান্ডেও সফলতা অর্জনকরে চলেছে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী মডেল স্কুল। স্বাধীনতা ও শিশু দিবস উপলক্ষ্যে স্কুল
কর্তীপক্ষের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও তথ্য-প্রযুক্তিতে এগিয়ে বাংলাদেশ এই শ্লোগানে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়দের মাঝে পুরুষ্কার দেয়া হয়েছে। শনিবার(২৮মার্চ) রাতে খাসেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রায় ৩৬০ জন শিক্ষার্থী ১২টি ইভেন্টে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আব্দুল হামিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার হোসেন হাওলাদার, ইউপি চেয়ারম্যান খালেদ দেওয়ান ও প্রধান শিক্ষক সৈয়দ আহম্মদ প্রমুখ। বিদ্যালয়টি ২০০৯ সালে প্রতিষ্ঠা হওয়ার পর ২০১৪ সালে পঞ্চম শ্রেণিতে সমাপনী পরীক্ষায় ৪ জন জিপিএ-৫ ও একজন সাধারণ বৃত্তি অর্জন করে। রাতে জনপ্রতিনিধি সমাজসেবক সহ প্রায় ৩ হাজার গ্রামবাসী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
0Share