রায়পুর প্রতিনিধি : রায়পুরে সোমবার রাতে মধুপুর এলাকায় পৌর শ্মশানের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী,কালিপূজা ও চুল্লি স্থাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ওই স্থানে আলোচনা সভা ও ভক্তিমূলক গানের অনুষ্ঠানের হয়
রাতভর। এতে লক্ষ্মীপুর ও রায়পুরের সকল হিন্দু শিশু , বৃদ্ধসহ প্রায় পাঁচহাজার নারী পুরুষের মিলন ঘটে। শ্মশানঘাাট টি ভবিষ্যতে মিনি শিশুপার্ক হিসেবে গড়ে তোলা হবে বলে নেতারা জানান।
অনুষ্ঠানে পৈার মহাশ্মশানের সভাপতি উত্তম চন্দ্রসাহা সভাপতিত্ব ও সঞ্চালনা করেন সাধারন সম্পাদক উত্তম কুমার রায়। এতে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলার হিন্দু ,বোদ্ধ , খ্রীষ্টার্ন ঐক্য পরিষধের সভাপতি এ্যডঃ রতন লাল ভৈামিক, সাধারন সম্পাদক মিনাল মন্ডল , পূজা পরিষদের সভাপতি এ্যডঃ শৈবাল চন্দ্রসাহা , সম্পাদক বাবু শংকর মজুমদার , ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি তুষার কান্তি রায় , সম্পাদক শিমুল চন্দ্রসাহা , রায়পুরের হিন্দুনেতা ডাঃ অমৃতলাল দেবনাথ , বিশ্বেস্বর চন্দ্রপাল , হরিপদ চন্দ্রপাল, হিতেন্দ্র চৈাধুরি , গোপাল চন্দ্রসাহা , শুভাষসাহা ,সাংবাদিক প্রদিপ কুমার রায় প্রমুখ।
উল্লেখ্য-২০০৯ সালে সাবেক এমপি হারুনুর রশিদ, সাবেক পৈার মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান ও বর্তমান এমপি ও জাপা নেতা মোঃ নোমানের একান্ত সহযোগীতায় মধুপুর গ্রামে ২০শতাংশ জমিতে সরকারের কাছ অধিগ্রহনকরে পৈারশ্মশান প্রতিষ্ঠা করা হয়।
0Share