রায়পুর প্রতিনিধিঃ রায়পুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা রানী বেগম (৫০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরমোহনা ইউনিয়নের চরমোহড়া গ্রামে গৃহবধু তার শশুরবাড়ীর নিজ
স্বামীর ঘরে এ ঘটনা ঘটায়। তিনি ওই গ্রামের মুন্সিবাড়ীর দিনমজুর তফিয়া মুন্সির স্ত্রী ও ৫ সন্তানের জননী। এ ঘটনায় সকালে পুলিশ গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
গৃহবধুর পরিবার জানান, দীর্ঘদিন ধরে অভাবি সংসারে স্বামী ও সন্তানদের সাথে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার রাতে রানী বেগমের সাাথে স্বামী ও ছেলেদের সাথে ঝগড়া হয়। এতে রানী অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
রায়পুর থানার ওসি একেএম মনজুরুল হক আকন্দ জানান, মৃত গৃহবধু রানীর লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। মৃত্যুটি হত্যা না আত্মহত্যা তা রিপোর্ট আসলে ব্যবস্থা নেয়া হবে।
0Share