রায়পুর প্রতিনিধি: লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় শিক্ষার্থীদের মনোনিবেশ থাকা খুবই জরুরী। এতে শিক্ষর্থীদের মেধার বিকাশের সাথে সাথে উৎফুল্ল থাকে। শিক্ষার্থী ও খেলোয়াড়দের জন্য মন্ত্রীর মাধ্যমে একটি ষ্টেডিয়াম
নির্মানের জন্য জরুরী চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঙ্গলবার বিকেলে রায়পুর এল.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’র বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুর-২ আসনের এমপি ও জেলা জাপা’র সভাপতি মোহাম্মদ নোমান জানান।
অনুষ্ঠানে বিদ্যলয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষনুরাগি মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে এমপি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, ওসি আবদুল্লাহ আল-মামুন ভূঁইয়া, জেলা জাপা’র সাধারন সম্পাদক এমআর মাসুদ, উপজেলা আঃলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা জাপা’র সভাপতি আনোয়ার হোসেন বাহার, সাবেক পৈার মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, ও প্রধান শিক্ষক আবুল কালাম প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে আঃলীগের সাংগঠনিক সম্পাদক শাহাজাহান কামাল, প্রধান শিক্ষক শামছুত্তাওহীদ, আলমগীর হোসেন, মঞ্জুর কাদের ও সাংবাদিক তাবারক হোসেন আজাদ সহ পরিচালনা কমিটির সদস্যগন, শিক্ষকগন, অবিভাবক সহ সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন।
এমপি আরো জানান, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যলয় সরকারী করন, অবকাঠামো উন্নয়ন ও বিদ্যালয়ের সংলগ্ন পুকুরটি এ উপজেলা বাসীর জন্য একটি একটি সুইমিংপুল করার জন্য সকলপ্রকার সহযোগীতা করার জন্য আশ্বাস দেন।
0Share