নিজস্ব প্রতিনিধি: রায়পুর থেকে বিপুল পরিমানের ইয়াবা ও চোরাই মোটর সাইকেল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১১। এ সময় আটককৃতদের কাছ থেকে ৬৭৫ পিস ইয়াবা ও ১টি চোরাই মটর
সাইকেল উদ্ধার করে র্যাব-১১ এর সিপিসি-৩। লক্ষ্মীপুর ক্যাম্পের র্যাব -১১ এর কোম্পানী অধিনায়ক ও উপ-পরিচালক মেজর এজেডএম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে মঙ্গললবার রাত সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরের চর আবাবিল গ্রাম থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, রায়পুর উপজেলার চর আবাবিল গ্রামের হাওলাদার বাড়ীতে মাদক সম্রাট মৃত মোয়াজ্জেম হোসেন হাওলাদারের ছেলে মোঃ মহররম হোসেন টিটু (৩৮) কয়েকজন মাদক ব্যবসায়ীর সাথে নিজ বাড়ীতেই মাদক লেনদেন করার গোপন সংবাদ পেয়ে তারা অভিযানে নামে। এক পর্যায়ে তাদের আটকে আগ থেকে ওৎ পেতে থাকে র্যাবের অভিযানিক দল। পরে রাত সাড়ে ১১টার দিকে টিটুর বাড়ীতে সবাই একত্রিত হলে টিটুসহ চরবংশী গ্রামের কবিরাজ বাড়ীর আঃ কাদেরের ছেলে আরিফুর রহমান মুকুল (৩৮), চাঁদপুর হাইমচরের চর ভৈরবী বাজার এলাকার মৃত কানাই লাল ঘোষের (ধর্মান্তরিত মুসলিম) ছেলে মোঃ ইমাম হোসেন সুমন (৩২) সহ তিনজনকেই চোরাই মোটর সাইকেল ও ৬৭৫ পিস্ ইয়াবা সহ আটক করে। পরে সকালে রায়পুর থানা পুলিশে সোপর্দ করে র্যাব। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়।
0Share