নিজস্ব প্রতিনিধি: রায়পুরের ৫ জুয়াড়ি কে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জুয়াড়িকে আটক করেছেন থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজারের রাজা মিয়ার বাগান
থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জুয়াড়িরা হলেন- আব্দুল আজিজ আখনের ছেলে মোছলেম উদ্দিন, আলতাব হোসেন সরদারের ছেলে বাবুল সরদার, কেরামত আলী আখনের ছেলে মাহাবুব আলম, আশ্রফ আলীর ছেলে আব্দুর রশিদ ও মৃত কালা মিয়া বেপারীর ছেলে মোস্তফা বেপারী। তারা সবাই চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় রাতেই ফাঁড়ি থানার এসআই সিরাজ বাদী হয়ে থানায় জুয়া আইনে মামলা করে।
হাজিমারা পুলিশ ফাড়ি এসআই সিরাজ মিয়া বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই পেশাজীবী জুয়াড়ি। তারা বিভিন্ন সময় জুয়ার টাকার জন্য এলাকয় চুরিসহ বিভিন্ন ধরণের অপরাধ করে বেড়াতো। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের কাছ থেকে এক বান্ডেল তাস, একটি কুপি বাতি, ৪টি বিভিন্ন মডেল এর মোবাইল ও জুয়ার নগদ ৫ হাজার ৮শ টাকা জব্দ করে পুলিশ।
0Share