রায়পুর প্রতিনিধি: রায়পুর উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. হাসান (২০) নামে এক যুবককে ছয় মাসের করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোহাম্মদ শরিফুল ইসলাম সোমবার দুপুরে এ দণ্ড দেন। হাসান সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম নন্দনপুর গ্রামের আবুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, রাখালিয়া স্কুলের সামনে হাসান প্রায়েই ওই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি সে তার অভিভাবককে জানায়। পরে ঘটনাটি থানা পুলিশকে জানানো হলে স্কুলের সামনে থেকে হাসানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
এ ঘটনায় রায়পুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, অভিযুক্ত হাসান তার দোষ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।
0Share