রায়পুর প্রতিনিধি: রামগঞ্জে স্কুল ছাত্রীকে উত্যক্ত করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংর্ঘষে হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ আহত হয়। পরে স্থানীয়রা আহতদের ৫ জনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা সরকারী হাসপাতলে ভর্তি করেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ৯
নং ভোলাকোট ইউনিয়নের লক্ষীদরপাড়া বাজারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে ইকবাল ও কবিন নামের দু’জনকে আটক করে থানায় নিয়ে আসছে। আহতরা হলেন, সোহেল, শামা, স্বপন, যুবলীগ নেতা ইলিয়াছ, মহসীন ও রিপনসহ ১০ জন। আহতদের উদ্ধার করে সরকারী হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষীদরপাড়া বাজার এলাকার ব্যবসায়ী হাবিবুর রহমানের মেয়ে লামনগর একাডেমির ৯ম শ্রেণীর ছাত্রী সাবরিনার সাথে গত বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ী ফেরার সময় দুপুর ১ টার দিকে একই এলাকার বাচ্ছু মিয়ার বখাটে ছেলে এমদাদ হোসেন রাস্তায় দাঁড়িয়ে কথা বলে উত্যক্ত করে। এসময় স্থানীয় সিএনজি চালক কুদ্দুশ মিয়া বিষয়টি মেয়ের অভিভাবককে জানায়।
এ বিষয়টি শুক্রবার বিকালে মেয়ের বাবা হাবিবুর রহমান বিচার চেয়ে ছেলে বাবা বাচ্ছু মিয়াকে ঘটনাটি জানান। এতে উভয়ই উত্তেজিত হয়ে কথাকাটাকাটির এক পর্যায় উভয় পক্ষের লোকজন এসে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিয়েছেন বলে জানা যায়।
ঘটনায় ব্যবসায়ী হাবিবুর রহমান ও সাদেক মিয়া পরষ্পর বিরোধী বক্তব্য দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়েই ঘটনান্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। এ সময় ইকবাল ও কবির নামে দু’জনকে আটক করা হয়েছে।
0Share