লক্ষ্মীপুর প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন চাঙ্গিরগাঁও গ্রামের হরেন্দ্র কুমার শীলের বাড়িতে ডাকাতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মালামাল লুটে নেয় বলে ক্ষতিগ্রস্থের অভিযোগ। এদিকে ডাকাতির খবরে পুলিশ রাতভর
বিভিন্নস্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। পুলিশের দাবি, আটককৃতরা পেশাদার ডাকাত। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ছয় রাউন্ড গুলি, দা, ছুরি, চাপাতিসহ কয়েকটি ডাকাতির সরঞ্জাম এবং দুইটি স্বর্ণের চুড়ি ও নগদ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডাকাতির শিকার হরেন্দ্র কুমার শীল ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাউসার বাদী হয়ে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে থানায় আলাদা দুটি মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হল,উপজেলার পূর্ব চন্ডিপুরের সুরেরবাগ গ্রামের মৃত ওহিদ উল্যার ছেলে কাশেম, কালুপুর গ্রামের মৃত রহিম বক্্েরর ছেলে হোসেন, সোনাপুর গ্রামর কামাল হোসেনের ছেলে মামুন ও পশ্চিম কাজিরখির গ্রামের মৃত আবু ছায়েদের ছেলে খোরশেদ আলমকে অস্ত্রসহ আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাদেরকে উপজেলার চন্ডিপুর, পদ্মাবাজার ও কালুপুর গ্রামে আলাদা অভিযান চালিয়ে আটক করা হয়।
রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, আটককৃতরা পেশাদার ডাকাত। তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় আগেরও একাধিক করে মামলা রয়েছে। এ ঘটনায় ডাকাতির শিকার হরেন্দ্র কুমার শীল ও পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কাউসার বাদী হয়ে থানায় আলাদা দুটি মামলা দায়ের করেছেন।
0Share