একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন খান নৌকার মনোনয়ন ফরম জমা দেওয়ার পর তরিকত ফেডারেশনের মনোনয়নও ফরম নিয়েছেন। তরিকত ফেডারেশন মহা জোটের অন্যতম শরিক দল। আনোয়ার হোসেন খান রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্বে আছেন। গত এক বছরেরও বেশি সময় ধরে মনোনয়ন পাওয়ার আশায় তিনি দলীয় কর্মকান্ড পরিচালনাসহ সভা-সমাবেশের আয়োজন করেন।
রোববার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে আওয়ামী লীগ ও তরিকতের মনোনয়ন সংগ্রহকালে আনোয়ার খানের পৃথক দু’টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় নির্বাচনী এলাকায় হৈ-চৈ পড়ে যায়। এতে করে তার অনুসারী ও স্থানীয় তরিকতের নেতা-কর্মীদের অনেকেই বিব্রত হন।
আওয়ামীলীগ থেকে চুড়ান্ত মনোনয়ন না পাওয়ার আশঙ্কায় তরিকত ফেডারেশন থেকে মনোনয়ন ফরম নেন তিনি। এ ব্যাপারে আনোয়ার হোসেন খান সংবাদ মাধ্যমকে কোন তথ্য না দিলেও মুহতাসিম বেলাল নামে তার এক বিশ্বস্ত রাজনৈতিক সহযোগী বলেন, জোটগত কারণে আসনটি তরিকত ফেডারেশনের হওয়ায় তরিকতের হয়ে নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আনোয়ার হোসেন।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, ‘আওয়ামীলীগ সহ দুই দল থেকে মনোনয়ন সংগ্রহ করার কোন অভিযোগ এখনো পর্যন্ত পাইনি। তাছাড়া জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রীক যে কোন ধরনের সিদ্ধান্ত নেবেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা।’
0Share