লক্ষ্মীপুর-১(রামগঞ্জ) আসন থেকে নৌকা প্রতীকে চুড়ান্ত মনোনয়ন পেলেন তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার খান। প্রমাণ হিসেবে তাকে নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার প্রত্যয়নপত্র দেওয়া হয়েছে। এ সময় একই প্রত্যয়নপত্র পান সংগঠনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী।
মঙ্গলবার বিকালে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয় থেকে প্রত্যয়নপত্র নেন তারা। আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রত্যয়নপত্র বুঝিয়ে দেন।
তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব সৈয়দ তৈয়বুল বাশার মাইজমান্ডারী সাংবাদিকদের বলেন, ১৪ দলীয় জোটের শরিক হিসেবে তারা দুটি আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন।
“চট্টগ্রাম-২ এ আমার বাবা সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী এবং লক্ষ্মীপুর- ১ আসনে তরিকত ফেডারেশনের সদস্য আনোয়ার হোসেন খানকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।”
২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসনে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হন তরিকত ফেডারেশনের এম এ আউয়াল। সস্প্রতি তাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন নজিবুল বাশার মাইজভান্ডারী।
তরিকতের হয়েই তার আসনে এবার প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন খান। রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আনোয়ার ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান।
১৪ দলীয় জোটের প্রার্থী হওয়ার প্রত্যয়নপত্র পাওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, “লক্ষীপুর-১ আসন থেকে তরিকত ফেডারেশনের প্রার্থী হয়ে নৌকা প্রতীক পেয়েছি। আশা করি, নির্বাচিত হয়ে মানুষের কল্যাণে কাজ করতে পারব।”
0Share