জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে বাজারের বেশিরভাগ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে লাপাত্তা হয়ে গেছে।
সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ট্রেড লাইসেন্স, অনিবন্ধনকৃত ঔষধ, ভোক্তা অধিকার আইনে এসময় সোনাপুর বাজারের রাজিয়া মেডিকেল হল ৫ হাজার, বিউটি মেডিকেল হল ৮ হাজার, বি কে শিল্পালয় ৩ হাজার, ইসলামিয়া মেডিকেল হল ৩ হাজার, অগ্রণী মেডিকেল হল ২ হাজার ও মুসলিম সুইট্সকে ১০ হাজার জরিমানা করা হয়। এ সময় বিভিন্ন মেডিসিন দোকান থেকে বেশ কিছু অনিবন্ধনকৃত ঔষধ জব্দ করে নষ্ট করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা ড্রাগ সুপার ফজলুল হক, উপজেলা কেমিষ্ট অ্যান্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি রোমান হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. আরমান খান জয়।
রামগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় নিরাপত্তার দায়িত্বে ছিল।
0Share