জুনায়েদ আহমেদ: লক্ষ্মীপুরের রামগঞ্জে বয়স্ক নারী-শিশু-পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা সেবা ডেক্স স্থাপন করেছে ওসি আনোয়ার হোসেন। রামগঞ্জবাসীর সেবার মানবৃদ্ধির লক্ষে “হ্যালো ওসি”র কার্যক্রমের পর থানা অভ্যন্তরে এ সেবা ডেক্স চালু করেন। রোববার সন্ধ্যায় রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেবা ডেক্সের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একেএম ফজলুল হক, থানার পুলিশ সদস্য, বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয়রা।
এদিকে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, “মুজিব বর্ষের অঙ্গিকার- পুলিশ হবে জনতার” এ প্রতিপাদ্যকে লালন করে পুলিশ-জনতা একাকার হয়ে রামগঞ্জ থেকে অপরাধ নির্মূল করতে হবে। তাই চলমান মুজিববর্ষের সন্মানে রামগঞ্জ থানায় স্থাপন করা হয়েছে এই আলাদা সেবা ডেক্স। এ সেবা ডেক্স চালু করণের মাধ্যমে সমাজের বয়স্ক নারী-শিশু-পুরুষ ও প্রতিবন্ধীদের সেবা কার্যক্রমে গতিশীলতা আসার পাশাপাশি তাদের সম্মান বৃদ্ধি পাবে।
0Share