অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ারের কারণে লক্ষ্মীপুরের রামগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৬জুন) বিকালে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল এ মামলা দায়ের করেন। রবিবার উক্ত মামলায় উপজেলার ভাটরা ইউনিয়নের হীরাপুর গ্রামের মোঃ শরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
মামলায় আরো ১৪জনকে আসামী করা হয়েছে বলে জানান, রামগঞ্জ থানার ওসি (তদন্ত) একে ফজলুল হক।
স্থানীয় ভাবে জানা যায়, লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের মালিকানাধীন ঢাকার ধানমন্ডিস্থ আনোয়ার খাঁন মর্ডাণ মেডিকেল কলেজ হসিপটাল নিয়ে গত সপ্তাহে একটি নিউজ প্রকাশিত হয়। উক্ত নিউজ শেয়ারের দায়ে তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ওসি (তদন্ত) একে ফজলুল হক জানান, আমরা বাকী আসামীদের ব্যাপারে তদন্ত করছি। তদন্তের স্বার্থে অন্য আসামী বা অভিযুক্তদের নাম আপাতত প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার ঘটনার সত্যতা জানিয়ে বলেন, এ ঘটনায় তদন্ত চলছে।
0Share