লক্ষ্মীপুরের রামগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলার ভাদুর ইউনিয়নের হানুবাইশ গ্রামে মাটি বোঝাই ট্রলি চাপায় তিন বছরের শিশু তৃষা মনি এবং পৌর শহরের আঙ্গারপাড়া গ্রামের চৌকিয়া বাড়ীতে পানিতে ডুবে দুপুরে চার বছরের শিশু ছায়েল হোসেনের মৃত্যু হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহতের বাবা ফরিদ হোসেন জানায়, বুধবার বিকালে নিজ ঘরের পাশে সড়কে অন্য শিশুদের খেলা করছিলো শিশু তৃষা। এসময় স্থানীয় যুবলীগ নেতা রিপন হোসেনের মালিকানাধীন ট্রলিটি বেপরোয়া গতিতে এসে শিশু তৃষা মনিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় তৃষা মনি। স্থানীয়রা তাকে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া জানান, শিশু তৃষার বাবা খুবই গরীব মানুষ। আমি ঘটনাস্থলে গিয়েছি। ঘাতক ট্রলি চালক এবং মালিকদের খবর দেয়া হয়েছে।
এদিকে পৌর আঙ্গারপাড়া গ্রামের চৌকিয়া বাড়ীতে দুপুরে পানিতে ডুবে ছায়েল হোসেন নামে চার এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহতের মা তানিয়া আক্তার জানান, ঘরের কাজ করতে গিয়ে অসাবধনতাবশত থাকায় কোন এক সময়ে শিশু ছায়েল হোসেন বাড়ীর পুকুরে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পানিতে ভেসে উঠতে দেখে। বাড়ীর লোকজন ছায়েল হোসেনকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রামগঞ্জ থানার ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ দুইটিকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
0Share