লক্ষ্মীপুরের রামগঞ্জে কান্তা নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এসময় সংস্থার পক্ষ থেকে নিজস্ব কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷ কান্তা নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় উঠান বৈঠকে অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা৷
বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আনোয়ার হোসেন, সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম মাষ্টার প্রমূখ।
অতিথিরা চলমান মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও সরকারী নির্দেশনা গুলির প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন৷ এসময় সংস্থার পক্ষ থেকে উপস্থিত সদস্যদের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়
0Share