রামগঞ্জ: যারা রাজনীতির নামে সহিংসতা, সন্ত্রাস ও চাঁদাবাজি করে তাদেরকে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের নব নির্বাচিত এমপি তরিকত ফেডারেশন মহাসচিব এমএ আউয়াল। শুক্রবার বিকেলে রামগঞ্জ শহরে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে বরদাস্ত করা হবে না।
এ সময় তিনি রামগঞ্জ উপজেলাকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা দেন।
রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, পৌর মেয়র বেলাল আহম্মেদ, যুবলীগ নেতা এমরান হোসেন ও ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া প্রমুখ।
0Share