রামগঞ্জ:লক্ষীপুরের রামগঞ্জ থেকে গ্রামীণ ফোন কোম্পানীর ডিস্ট্রিবিউটর বনানী এন্টারপ্রাইজের কালেকশনের টাকা নিয়ে কোম্পানীর লোকজন চৌমুহনী ব্রাঞ্চে নিয়ে যাওয়ার পথে উপজেলার আলীপুর নামক স্থানে একদল দূর্বৃত্ত অস্ত্র ঠেকিয়ে নগদ ৭লক্ষ ৮৮ হাজার টাকা, তিনটি মোবাইল সেটসহ প্রায় ৮লক্ষ টাকার মালামাল লুটে নিয়েছে। এসময় সন্ত্রাসীদের বাধা প্রদান করায় কোম্পানীর টিএমএন মো: মাইনউদ্দীন হাফেজ (৩৫), সেলস এক্্িরকিউটিভ জাফর আহম্মেদ (২২)ও আজিম (৩৬) কে পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত রামগঞ্জ সোনাইমুড়ী সড়কের আলীপুর ব্রীজের গোঁড়ায়। রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোম্পানীর রামগঞ্জস্থ সুপার ভাইজার আবুল বাশার জানান, প্রতিদিনের ক্যাশ অনলাইনের মাধ্যমে প্রেরন করলেও গতকাল বৃহস্পতিবার ব্যাংক বন্ধ থাকায় আমরা কোম্পানীর লোক দিয়ে টাকাগুলো চৌমুহনী ব্রাঞ্চে টাকাগুলো প্রেরন করতে বাধ্য হই।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মো: মাইনউদ্দিন হাফেজ জানান, আমরা তিনজন মোটরসাইকেলযোগে টাকাগুলো নিয়ে আলীপুর ব্রীজের গোঁড়ায় যাওয়া মাত্র ৩টি মোটরসাইকেলে মুখোশ পরীহিত কয়েকজন দূর্বৃত্ত আমাদের গতিরোধ করে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ নিয়ে টানা হেচড়া করে। এসময় তাদেরকে বাধা দিলে আমাদের লাঠি দিয়ে পিটিয়ে ও কিলঘুষি মেরে টাকার ব্যাগ ও আমাদের সাথে থাকা ৩টি মোবাইল ফোনসেট কেড়ে নেয়। এসময় তাদের সাথে ধস্তাধস্তি করলে তারা আমাদের গুলি করার হুমকি দিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।
খবর পেয়ে রামগঞ্জ উপজেলার দায়িত্বে থাকা কোম্পানীর সুপারভাইজার আবুল বাসার রামগঞ্জ থানা পুলিশে অবহিত করলে রামগঞ্জ থানা পুলিশের এস আই ফারুক আহম্মেদ ও এস আই শামছুল আরেফিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এব্যপারে রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
0Share