লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরশহরে একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সোমবার দুপুর ২টার দিকে পৌরশহরের জাবেদ সিনেমা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। স্থানীয়রা জানান, দুপুরে স্থানীয় ব্যবসায়ী কার্তিক দেবনাথের একটি তুলার গুদামে আগুন লাগে। খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। রামগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছে।
0Share