রামগঞ্জ: রামগঞ্জ উপজেলার ১নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের ৭নম্বর কাওয়ালীডাঙ্গা ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ নির্বাচনে আমির হোসেন জয়ী হয়েছেন। বৃহস্পতিবার ওই নির্বাচন শেষ হয়। রিটার্নিং কর্মকর্তা মো. জসিম উদ্দীন জানান, গত ৫ জুলাই ওই ওয়ার্ডের ইউপি সদস্য হারিছ মিয়ার আকষ্মিক মৃত্যুর কারণে ওয়ার্ডটি শূন্য হলে নির্বাচন কমিশন ৫ সেপ্টেম্বর ওই ওয়ার্ডে উপনির্বাচনের সিদ্ধান্ত নেয়। পিসাইডিং অফিসার জহিরুল ইসলাম জানান, বিপুল সংখ্যাক পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বৃহস্পতিবার ওই ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আমির হোসেন টিউবওয়েল প্রতীকে ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম সেলিম ড্রাইভার মোরগ প্রতীকে ৩৫৪ ভোট পেয়েছেন। ওই ওয়ার্ডে ৭৫৬ জন পুরুষ ভোটার ও ৭১৪ জন মহিলা ভোটার ছিলেন। মোট ভোটার ছিলেন এক হাজার ৪৭০ জন।
0Share