রামগঞ্জ সংবাদদাতা:রামগঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে উত্তেজিত জনতা। এসময় পুলিশ জনতার সংঘর্ষে উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান ও সাংবাদিকসহ অন্তত ২১ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘ দিনের থেকে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ গ্রাহকসহ সকল শ্রেণি পেশার মানুষ বিদ্যুৎ অফিস ঘেরাও করে। এসময় পুলিশ জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু ও বৈশাখী টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি মাজাহারুল ইসলাম টিপুসহ ২১ জন আহত হয়েছেন।
আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, উত্তেজিত বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে ভাঙচুরের চেষ্টা চালায়। এসময় তারা কর্মকর্তাদের লক্ষ্য করে ইট-পাটকেলও ছুড়ে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে।
0Share