লক্ষ্মীপুর প্রতিনিধি: রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলাল আহমেদের নেতৃত্বে সংখ্যালঘু পরিবারের ৮০টি গাছ কর্তণ ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে। এসময় আদালতের নিষেধাজ্ঞা
অমান্য করে ওই বাগান কেটে রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়। বুধবার দুপুরে জেলা শহরের একটি স্থানীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করে ওই ভূক্তভোগী পরিবার।
লিখিত বক্তব্যে ভূক্তভোগী পল্লী চিকিৎসক স্বপন চন্দ্র দাস জানায়, তিনি রামগঞ্জ পৌরসভার আউগানখীল এলাকায় পূর্ব পুরুষের ভেটে মাটিতে পরিবার নিয়ে বসবাস করে আসছেন। কয়েক মাস আগে তাদের ভিটেমাটি পাশের মধুপুর এলাকার প্রভাবশালী ঢাকার ব্যবসায়ী আবদুল মান্নানের নজরে পড়ে।
সম্প্রতি পৌর মেয়রের সহযোগীতায় আবদুল মান্নান ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা তাদের বাগান দখল করে রাস্তা নির্মাণের চেষ্টা করে। পরে এ ঘটনায় তিনি লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে আবেদন করলে ১৪৪ধারা জারী করা হয়। বুধবার ও মঙ্গলবার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৌর মেয়র বেলাল আহমেদের নেতৃত্বে আবদুল মান্নানের ভাড়াটিয়ারা তার বাগানের বিভিন্ন বনজ ও ফলজসহ ৮০টি গাছ কেটে ফেলে। এবং তাদেরকে দেশ ছাড়ার হুমকী দেয়া হয়। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক স্বপন দেবনাথ, যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট মিলন মন্ডল, মুক্তিযোদ্ধা পূর্নবাসন সোসাইটির সভাপতি সমীর দেবনাথ ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য কৃষ্ণ গোপাল নাথ।
এব্যপারে রামগঞ্জ পৌরসভার মেয়র বেলাল আহমেদ অভিযোগ অস্বীকার বলে বলেন, সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের জন্য নয়, পৌরসভার একটি রাস্তা নির্মানের স্বার্থে জায়গাটি ব্যবহার করা হচ্ছে। তাছাড়া জমিটি নিয়ে বিরোধ রয়েছে।
0Share