রামগঞ্জ প্রতিনিধিঃ রামগঞ্জ –হাজীগঞ্জ সড়কের সোনাপুর মালের বাড়ি নামক স্থানে রোববার সকাল সাড়ে ৯টায় সড়ক দুর্ঘটনায় বৈশাখী পরিবহনের নিচে পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ নেতা বিপ্লব হোসেন (২৪)
ঘটনাস্থলে নিহত এবং ২৫জন আহত হয়। নিহত বিপ্লব হোসেন সোনাপুর গ্রামের ইনার বাড়ির বাচ্চু মিয়ার পুত্র ও রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক।
গুরুতর আহত বৈশাখী পরিবহন যাত্রী কান্তা আক্তার,জোবেদা আক্তার,খাদিজা বেগম,ফাতেমা বেগম,হান্নান,কুসুম,নাজমা,নাজমীন,শিশু তামিম ইকবালকে রামগঞ্জ সরকারী,ঢাকা পঙ্গু ও অন্যদের প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যাক্ষদর্শীরা জানায়,হাজীগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বৈশাখী পরিবহন দ্রুত গতিতে রামগঞ্জে আসার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী বিপ্লব হোসেনকে চাপা দেয়। এ সময় পরিবহনের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে নারী-শিশুসহ ২৫জন যাত্রী গুরুতর আহত হয়। সাথে সাথেই চালক,সুপারভাইজার,হেল্পার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন,পরিবহনটি মোটরসাইকেল আরোহীকে চাপাদিলে চালক নিয়ন্ত্রন হারায়। দ্রুত গামী হওয়ায় পরিবহনের ধাক্কা করে ৪টি বিশালাকার গাছ উপড়ে গিয়ে ৪ অপর একটি গাছে আটকা পড়ে। রামগঞ্জ সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বলেন,ঢাকা পাঠানো আহত যাত্রীদের অবস্থা আশংকাজনক।



0Share