নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জ পৌরসভার নন্দনপুর এলাকায় ব্যবসায়ী ফারুক হোসেন সোহেলের জমি দখল করে মার্কেট নির্মান করার অভিযোগ উঠেছে।আদালতের নিষোধাজ্ঞা অমান্য করে প্রভাবশালী সিরাজুল ইসলাম কোটি
টাকা মূল্যের এ জমিতে মার্কেট নির্মান করছেন ।এনিয়ে থানা পুলিশ একাধিকবার কাজ বন্ধ করতে নোটিশ করলেও সিরাজুল ইসলাম ও তার লোকজন তোয়াক্কা করছেন না ।এ অবস্থায় মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল গিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন ।এনিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও সংশ্লিষ্ঠ সূত্র জানায়, পৌরসভার নন্দনপুর এলাকার মৃত আবদুল করিমের ছেলে ব্যবসায়ী ফারুক হোসেনরা চিতোষী সড়কের পাশে পৈত্তিক সূত্রে ১০ শতাংশ জমির মালিক ।দীঘদিন ধরে ফারুকরা তা ভোগ দখল করে আসছেন ।ওই জমিটি সম্প্রতি একই এলাকার প্রভাবশালী সিরাজুল ইসলাম ও তার ছেলেদের নজরে পড়ে।তারা বিভিন্নভাবে সেখানে স্থাপনা নিমান করার জন্য প্রস্ততি নেয়।গত ২৩ ডিসেম্বর সিরাজুল ইসলাম লোকজন নিয়ে ওই জমিতে মার্কেট নির্মান কাজ শুরু করে ।খবর পেয়ে ফারুক ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে মারধর করতে উদ্যাত হয় সিরাজের অনুসারীরা।এ ঘটনার পরদিন লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফারুক লিখিত অভিযোগ করেন।আদালত নালিশি জমিতে উভয়পক্ষকে স্থিতিশীল অবস্থায় বজায় রাখতে রামগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেন।
ফারুক হোসেন বলেন, নিরীহ মানুষের জমি দখল করা দীঘদিন ধরে ভূমিদস্যূ সিরাজের নেশাতে পরিনত হয়েছে।সে অন্যায়ভাবে আমাদের জমিতে মাকেট নিমান কাজ শুরু করে। কয়েকবার পুলিশ তাকে নোটিশ করলেও সে তোয়াক্কা করছেনা।তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এব্যাপারে সিরাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করেন।তিনি বলেন,নোটিশ পাওয়ার পর আমি কাজ বন্ধ রেখেছি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন,আদালতের নিদেশে উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় বজায় রাখতে নোটিশ করা হয়েছে। ঘটনাস্থল গিয়ে নির্মান কাজ বন্ধ করে দেয়া হয়েছে।কাগজপত্র পযালোচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
0Share