নিজস্ব প্রতিনিধি: রামগঞ্জ উপজেলার কাশিমনগর ইউনাইটেড স্পোটিং ক্লাবের উদ্যোগে এসএসসি, এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শীতার্ত ১২০জনকে বিনামূল্যে কম্বল দেয়া
হয়েছে। এসময় দুইজন শারিরীক প্রতিবন্ধিকে হুইল চেয়ার দেয়া হয়। শনিবার বিকেলে মাঝিরগাঁও কে এম ইউনাইটেড একাডেমীর মাঠে এক অনুষ্ঠানে এ সংবর্ধনা, কম্বল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।
ইউনাইটেড স্পোটিং ক্লাবের সভাপতি ইখতিখার হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ ক ম রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন দরবেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান বাহার, মাঝিরগাঁও তরুন ক্রীড়া সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন মুরাদ,দৈনিক কালের কন্ঠ ও চ্যানেল নাইনের লক্ষ্মীপুর প্রতিনিধি কাজল কায়েস। ইউনাইটেড স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও শিশু সংগঠক এম এ রহিম অনুষ্ঠানের পরিচালনা করেন।
এব্যাপারে এম এ রহিম জানান,এক বছর ধরে তাদের ক্লাবটি সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মেধাবীদের সংবর্ধনা, শীতবস্ত্র ও হুইল চেয়ার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। গরিব-ধনী বৈষম্য দূর ও সমাজ উন্নয়নে ভবিষ্যতেও বৃহৎ আকারে তাদের এ ধারা অব্যাহত থাকবে।
0Share